
কক্সবাজার: বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে মহেশখালী-হাতিয়া মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাটিকে সাময়িকভাবে নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিসাইল ফায়ারিং চলাকালীন সময় ওই এলাকায় মাছ ধরা নৌকা বা যেকোনো নৌযান প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফায়ারিং এলাকার সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে এবং নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
নৌবাহিনী সকল নৌযান মালিক ও জেলেদের নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো প্রকার উদাসীনতা বা নির্দেশনা অমান্য করলে তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে আরও তথ্যের জন্য স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।