
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম।
সভায় কক্সবাজার জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষরা অংশ নেন। কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. মোহাম্মদ আবু জাফর খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ রাহমত ছালাম।
সভায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।