
কক্সবাজারের পিএমখালীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মো. বাপ্পী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া, পৃথক অপহরণ মামলায় মো. বাপ্পীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলার বাদী পক্ষ বলছে, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে তারা ন্যায়বিচার পেয়েছেন।