কক্সবাজারে তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

WhatsApp Image 2025 02 04 at 11.55.06 6e3ae73f
print news

তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের গুরুত্ব নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব খান।

কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার সাঈদ হাসান।

সভায় বক্তারা তারুণ্যের চিন্তা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সামাজিক বৈষম্য দূর করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরে বলেন, গণমাধ্যম কেবল তথ্য প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। বিশেষ করে তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম।

এ ধরনের আলোচনাসভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *