
১। কক্সবাজার সরকারী কলেজ কর্তৃক জুলাই বিপ্লব-২০২৪ শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অদ্য ০৪ জুলাই ২০২৫ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কক্সবাজার সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি, আর্টিলারি ও অধিনায়ক র্যাব ১৫, কক্সবাজার। সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আনোয়ার আমিন চৌধুরী, অধ্যক্ষ সরকারি কলেজ কক্সবাজার। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ও ড. শামসুল হুদা ফুটবল একাদশ ।
২। জুলাই বিপ্লব-২০২৪ শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা -২০২৫ এর প্রধান অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান উপস্থিত থেকে মনোমুগ্ধকর ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরষ্কার ও ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অধিনায়ক র্যাব-১৫ মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – কক্সবাজার শহর মাদক প্রবণ এলাকা। যুব ও ছাত্রদেরকে মাদকমুক্ত রাখতে পরিবার ও শিক্ষকদের আরো সচেতন হতে হবে। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদক ও সকল ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে তিনি তরুণ শিক্ষার্থীদের এ ধরনের ক্রীড়ায় মনোনিবেশ করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অধিনায়ক মহোদয় ভবিষ্যতে এ ধরণের যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে র্যাবের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতারে আশ্বাস প্রদান করেন।
৩। ফাইনাল খেলায় শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ৩-২ গোলে ড. শামসুল হুদা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মন্তব্য করুন