গাজায় চলমান সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে ইসরাইলের জাতীয় ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা।
মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা ফিফা (FIFA) এবং উয়েফা (UEFA)-র প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।”
তারা জানান, জাতিসংঘের তদন্ত কমিশনের সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে আরও জোরদার করেছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ২০২৪ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী, প্রতিটি দেশের আইনি দায়িত্ব রয়েছে গণহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।
বিবৃতিতে আরো বলা হয়, “ক্রীড়াকে অবশ্যই এই ধারণা প্রত্যাখ্যান করতে হবে যে এটি ব্যবসা অনুযায়ী চলবে। ক্রীড়া সংস্থাগুলোর উচিত নয় মানবাধিকার লঙ্ঘনের প্রতি নির্লিপ্ত থাকা, বিশেষ করে যখন তাদের প্ল্যাটফর্ম অন্যায়কে স্বাভাবিক করতে ব্যবহৃত হয়।”
বিশেষজ্ঞরা স্পষ্ট করেন, এই আহ্বানটি ইসরাইল রাষ্ট্রকে লক্ষ্য করে, ব্যক্তিগত খেলোয়াড়দের নয়। তারা বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, ব্যক্তি খেলোয়াড়দের তাদের সরকারের সিদ্ধান্তের জন্য দায়ী করা উচিত নয়।”
ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ উপস্থিতিকে বৈধতা দেওয়া বন্ধ করুন এবং গাজায় গণহত্যা রোধে এখনই সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করুন। এটি আন্তর্জাতিক আইনের আওতায় একটি নৈতিক ও আইনি বাধ্যবাধকতা।”