জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। জনগণ ও রাজনৈতিক দলের নেতারা যদি মনে করেন এ পদ্ধতি জরুরি, তবে নির্বাচন সে অনুযায়ী হতে পারে। আর যদি জনগণ মনে করে প্রয়োজন নেই, তাহলে পিআর পদ্ধতিরও দরকার নেই।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা সবসময় পরিবর্তনের রাজনীতি চাই। এমন রাজনীতি যা জনমানুষের কথা বলবে, জনকল্যাণে কাজ করবে এবং সাম্যের ভিত্তিতে সমাজ গড়ে তুলবে। কিন্তু অতীতে দেখা গেছে, রাজনীতি পুঁজিবাদ ও পরিবারতন্ত্রের মাধ্যমে কেবল কয়েকটি পরিবারের হাতে বন্দি ছিল।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই রাজনীতির জিম্মিদশা থেকে মুক্তি। যোগ্যতার ভিত্তিতে কামার বা কুমারের ছেলেও যেন রাজনীতিতে আসতে পারে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সুষ্ঠু গণতন্ত্রের চর্চা নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।’