জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের আশির্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। এবং বাংলাদেশে আর কোনো নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, এনসিপি নির্বাচনের পক্ষে। তবে এরআগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছি। দেশে এত বড় গণহত্যা হলো, বাহিনীর একজন লোক হাজার মানুষকে খুন করলো। মস্তিস্কে গুলি করে খুন করার পর উল্লাস করতো। আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে ফ্যাসিবাদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জন কালপ্রিটের বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র নির্বাচন চেয়ে গণঅভ্যুত্থানকে পেছনে ফেলে দেশের মানুষ ভালোভাবে নেবে না।
তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক। তবে সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক।
এনসিপি নেতা আখতার হোসেন প্রসঙ্গে বলেন, বিদেশের মাটিতে আখতার হোসেনকে হেনস্তা করা হয়েছে। তাসনীম জারা, ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। বিদেশের এই সফর সুন্দরভাবে সাজানো হয়নি। একই প্রটৌকলে সবাইকে নেয়া উচিত ছিল। এটি সরকারের দুর্বলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
এ সময় আরও উপস্থিত এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম।