সাইফুল ইসলাম (৩২)-কে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (১০ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছেন।