সদর, রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।” যার শুদ্ধ বাংলা— “এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হব—এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনা সৃষ্টি করে।
ফেসবুকে প্রশ্ন— “এখন কক্সবাজারে এমপি কে হবে?”
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাহাদুরকে প্রশ্ন করছেন— “এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়?” প্রশ্নের জবাবেই আসে বাহাদুরের বিতর্কিত মন্তব্য।
সমর্থকদের উচ্ছ্বাস, প্রতিপক্ষের সমালোচনা
ভিডিও ভাইরাল হওয়ার পর মন্তব্যঘরে জমে ওঠে তুমুল আলোচনা।
সমর্থকদের মন্তব্য—
রবি নামে এক ব্যবহারকারী লিখেন, “যেই যা বলুক শুনবার টাইম নাই। আমি দাঁড়িপাল্লায় নিয়ে পড়ে থাকব।”
ওসমান নয়ন মন্তব্য করেন, “জেগেছে যুবক, জেগেছে ভোটার। ফেব্রুয়ারিতে হবে নির্বাচন—বিজয় হবে দাঁড়িপাল্লার।”
প্রতিপক্ষের সমালোচনা—
মোস্তফা কামাল মন্তব্য করেন, “সিল মারা হয়ে গেছে তাহলে এত প্রচারের প্রয়োজন কী! এই কথাই শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা জামায়াত করছে?”
ফোরকান নিশো লিখেছেন, “দাম্ভিকতার পতন হবেই। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”
‘ভিপি বাহাদুর’: ছাত্রনেতা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান
শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। সেই পরিচয় থেকেই স্থানীয়দের কাছে তিনি ‘ভিপি বাহাদুর’ নামে বেশি পরিচিত। তিনি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।
নির্বাচনী মাঠ গরম করতে তিনি গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ শিরোনামে কক্সবাজার শহরে গণদৌড়ের আয়োজন করেন।
বাহাদুরের বক্তব্য: জনগণের সমর্থনে জয়ী হবো
বাহাদুর বলেন— “জনগণের সমর্থন এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যুবকদের শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।”
এই আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল
কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। ২০০৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন।
প্রসঙ্গত, কাজলকে প্রার্থী ঘোষণার পর বাহাদুর তাকে অভিনন্দন জানান। কাজলও পাল্টা শুভেচ্ছা পাঠান।