
ঘটনা সূত্রে জানা যায়, আনুমানিক ঘটনার এক সপ্তাহপূর্বে বিবাদী ফয়সাল ও সাবেকুন্নাহার’দের সাথে বিবাদের জের ধরে গত ৩০/১১/২০২৫ তারিখ কক্সবাজার সদর থানাধীন পি.এম. খালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকাস্থ ভিকটিমের বসতভিটায় অনধিকার প্রবেশ করে আসামীগণ পূর্বপরিকল্পিতভাবে ১নং আসামী আব্দুল করিম(৩৫) অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল দিয়ে ভিকটিম মোঃ শরীফ প্র: ধলুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করে ঘটনাস্থল হতে আসামীরা পালিয়ে যায়। ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ঐদিনই রাত ০৯.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে প্রকাশিত হয়। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় নিহত ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আতœগোপন করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলমত সমূহ:
ক) একটি ব্লু-ব্ল্যাক রঙের Vivo-Y-20 মডেলের স্মার্টফোন।
খ) একটি মানিব্যাগ।
গ) নগদ ৬৩৫/-(ছয়শত পঁয়ত্রিশ) টাকা।
গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়:
১) আব্দুল করিম (৩৫), পিতা-আব্দু ছালাম
সাং-ছনখোলা উত্তর নয়াপাড়া, ২নং ওয়ার্ড, পি.এম.খালী. ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি অস্ত্র আইনের মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—–স্বাক্ষরিত—–
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)
পক্ষে অধিনায়ক
মন্তব্য করুন