যথাযোগ্য মর্যাদায় সাবরাং ইউনিয়ন যুবলীগের বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

received 1469080897213470
print news

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন যুবলীগ দোয়া মাহফিল, খতমে কুরআন ও গণভোজের আয়োজন করে।
বুধবার (২৩ আগষ্ট) বিকেলে সাবরাং উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর এর সঞ্চালনায় ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে যুবলীগ নেতা মৌলানা মোহাম্মদ হোছাইন আমিরী এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ।
বিশেষ অতিথি সোহেল আহমেদ বাহাদুর বক্তব্যে উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করা হয়েছে৷ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো সক্রিয়। তারা শেখ হাসিনার জয়যাত্রাকে থামিয়ে দিতে পারবেনা। আর মাত্র চারমাস পর নির্বাচন। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। চলুন আমরা সবাই এক ও অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি- আবুল কালাম ও জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- নুর হোসেন, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক- ফজলুল কবির, সহ-সভাপতি- জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, সাধারন সম্পাদক – আল- ফয়সাল (সুমন) টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম, হাম জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম (মুন্না), সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হক (মুন্না) সহ সাবরাং ইউনিয়ন যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *