৩ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামমুখী বাসে উঠে ওরা

3k yaba lohagara arrest cvoice24 1 2309190845 1
print news

তিন হাজার পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামমুখী বাসে উঠে ওরা। যাত্রীবাহী ওই বাসটিতে লোহাগাড়া পুলিশের তল্লাশী করলে দুই মাদক পাচারকারী ধরা পড়ে। গত ১৮ সেপ্টেম্বর রাতে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা খুটাখালী পেয়াজ্জা কাটা এলাকার মোহাম্মদ নুরুর ছেলে মো. নুর ইসলাম (৩২) ও ভোলা সদর পরসা ইউপি ৬ নম্বর ওয়ার্ড জুগিরকুল এলাকার মৃত মো. দুলাল এর ছেলে মো. রুবেল (২০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে থানা টিম অভিযান চালায় ২জন মাদক পাচারকারীকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *