গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪

shiraj 1 20230629112636
print news

সিরাজগঞ্জে গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুজন সেখ (৩২), রাব্বি হোসেন (২৪) ও নাটোরের মাসুদ রানা (৩০) ও আয়ান (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাটিকুমরুলগমী আমবোঝাই একটি ট্রাক ও গরুবোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, দুর্ঘটনা চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *