পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

2
print news

কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টো নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এ সময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের জনক।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দাফনের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *