কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২

cox 20230901122355
print news

সাগরে নোঙর করে রাখা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আইয়ুব (৩১), দিল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমান (১৯)। বাকি দুজনের নাম জানা যায়নি।

আহতরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দার। বৃহস্পতিবার রাতে আহরিত মাছ নিয়ে তীরে ফিরে ঘাটে নোঙর করে রাখে। সকালে বোট মালিকসহ এলে মাছ বিক্রির অপেক্ষায় সব মাঝিমাল্লা ঘুমে ছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এসে ঘুমন্ত সবাই দগ্ধ হন। তবে, কেন এবং কিভাবে বিস্ফোরণ হলো সেটা জানা সম্ভব হয়নি।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারী জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন এখানে চিকিৎসাধীন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কিভাবে বিস্ফোরণ হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *