নিউজের পর দোয়ারাবাজারে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি

print news

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে চিলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ৪০ হাজার ঘনফুট বালুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর জব্দ করে ভ্যাটসহ ২ লক্ষ ৩ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

এর আগে সোমবার (১ মে)উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চিলাই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরের দিন মঙ্গলবার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।জানাযায়, বালু জব্দ করে নিলামে বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারের নির্ধারিত কোডে জমা দেওয়া হবে।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *