টানা ৮ ঘন্টা চলে উচ্ছেদ অভিযান।
মহেশখালীতে অবৈধ প্যারাবন ঘের গুঁড়িয়ে দিল প্রশাসন

print news

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙা ভূমিদস্যুদের হাত থেকে সরকারি প্যারাবনের বাইন গাছ কেটে জবরদখল করা সেই চিংড়ী ঘের কেটে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের নির্দেশে বনবিভাগের নেতৃত্বে ৮ মে (সোমবার) সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘন্টা অভিযান চালিয়ে ২০ একর সরকারী জমি দখলমুক্ত করা হয়। এসময় প্যারাবন নিধন করে নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করে মহেশখালী উপজেলা প্রশাসন।

জানা যায়,দীর্ঘ দিন ধরে ভূমিদস্যুদের সিন্ডিকেট প্যারাবন এর বৃক্ষ নিধন করে খননযন্ত্র স্ক্যাবেটর দিয়ে মাটি কেটে প্যারাবনের ধংস করে চিংড়ির ঘের তৈরি করে আসছিল। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সংবাদ প্রকাশিত হলে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বন বিভাগের লোকজন ও অভিযানে অংশ নেন।

রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, মুলত বেজার অধিকগ্রহণকৃত জায়গা ঘের করা হচ্ছিল খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে তবে বন বিভাগ ও উচ্ছেদ অভিযান অংশ নেন। পরে বাঁধ কেটে দিয়ে চিংড়ি ঘের দখলমুক্ত করা হয়েছে।

সচেতন মহলের দাবি এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মহেশখালীতে সরকারি জায়গা অবৈধ দখলকারীর হাত থেকে রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *