তুরস্কে নির্বাচন : ভোট দিলেন এরদোগান

print news

অনলাইন ডেস্ক:

তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রজব তৈয়ব এরদোগান। রোববার ইস্তাম্বুল উস্কুদার জেলার নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় সাথে ছিলেন সহধর্মীনী আমেনা এরদোগান।

ভোটকেন্দ্রে এরদোগানকে স্বাগত জানান প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতাউনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, রজব তৈয়ব এরদোগান নিজ এলাকার সেফাত তেশবি স্কুল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। এ সময় ব্যালটবাক্সের সামনে সারিবদ্ধ হয়ে ভোট দেন এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগান।

উল্লেখ্য, তুরস্কে স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তুর্কিরা এক লাখ ৯১ হাজারেরও বেশি ব্যালটবাক্সে ভোট দেবে। এর মাধ্যমে তারা আগামী পাঁচ বছরের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এদিন তারা ৬০০ সংসদ সদস্য নির্বাচন করবে।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *