নিজস্ব প্রতিবেদক :
হামেদিয়া খানকাহ্ কমপ্লেক্স পরিচালনা কমিটির এর সাধারণ সম্পাদক ও ককসবাজার পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শ্রমিকনেতা আমিনুল ইসলাম হাসানের পিতা হামেদিয়া খানকাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম ফজল আহমেদ কোম্পানি সিআইপির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে হামেদিয়া খানকাহ কমপ্লেক্স পরিচালনা কমিটি।
কমিটির সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জননেতা সরোয়ার কামাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, হামেদিয়া খানকাহ কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ-সভাপতি বদরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইউ বাহাদুর প্রমূখ।
দোয়া পরিচালনা করেন এত্র মসজিদের পেশ ইমাম ক্বারি রুহুল আশরাফ রমজান।