মহেশখালী প্রতিনিধি:
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ৬২ হাজার ৫০০ টন কয়লা নিয়ে এসেছে আরেকটি বড় জাহাজ। শুক্রবার সকালে এমভি ‘ওয়াই এম ইন্ডেভার’ নামক হংকংয়ের পতাকাবাহী জাহাজটি জেটিতে পৌঁছে।
জানা যায়,বঙ্গোপসাগরের কোলঘেঁষে দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর মাতারবাড়িতে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি এগিয়ে চলেছে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ।ইতি মধ্যে এই চ্যানেল দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বড় বড় আকারের জাহাজ ভেড়ানো হচ্ছে। এ ধরনের জাহাজ ভেড়ানোর মতো গভীরতার চ্যানেল চট্টগ্রাম বন্দরে নেই।
বন্দর কর্তৃপক্ষ জানায়,ইন্দোনেশিয়ার পেডাং বন্দর থেকে ৬২ হাজার ৫০০ টন কয়লা নিয়ে এমভি ‘ওয়াই এম ইন্ডেভার’ নামক হংকং নামক জাহাজটি এসেছে।শনিবার (২০ মে) থেকেই শুরু হবে জাহাজের কয়লা খালাসের কার্যক্রম শুরু হবে।এর আগে ২৫ এপ্রিল এই জেটিতে ৬৭ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছিল দেশের ইতিহাসের বৃহত্তম জাহাজ এমভি ওইসু মারু।
জাহাজটি ভেড়ানোর সময় মাতারবাড়ি বন্দরের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন।