ইসলামপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত

print news

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২২মে) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পরিষদ চত্ত্বর ঘুরে উপজেলা হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,উপজেলা প্রকৌশলী আমিনুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠিত পরিচালনা করেন,সহকারী (ভৃমি) কমিশনার আশরাফ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *