প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কোটবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

print news

——-

উখিয়া উপজেলা আ ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

সালাহউদ্দীন উখিয়া প্রতিনিধিঃ-

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উখিয়া উপজেলা আওয়ামীলীগের নেএী বৃন্দের উপস্থিতিতে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় সময় কোটবাজার দক্ষিণ স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচা বাজারের সামনে শেষ হয়।

 

এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেয়। এসময় তারা দেশ ও দলের জন্য নিবেদিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়।

 

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেল চৌধুরী ও আবুল ফজল মেম্বার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উখিয়া উপজেলা আওয়ামী লীগ। উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও সভাপতি পদ প্রার্থী ইমাম হোসেন, সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান সাজু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসাইন মানিক, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, রত্না পালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কাসেদ নুর সহ প্রমূখ

সমাবেশে নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার।।

 

বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শেখ হাসিনার সৈনিকরা সবসময় প্রস্তুত। শেখ হাসিনার নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে, ততদিন নেত্রীর দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। তাকে হুমকি দেওয়া হলে তার জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।’

 

আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

 

তার এই হুমকি দেওয়ার ভিডিও রোববার ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *