টেকনাফে বিজিবি ডগ স্কোয়াডের অভিযানে ৪ হাজার ইয়া-বাসহ আটক-১

print news

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে৪হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম(৩২)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি।সোমবার(২২মে)সন্ধ্যায় হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।আটক জাহাঙ্গীর টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার মোঃআব্দু রশিদের ছেলে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।তিনি জানান,সোমবার সন্ধ্যায় হোয়াইক্যং বিওপি’র টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত(অটোরিকশা) চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়।এসময় K-9 ইউনিটের বিজিডি-১০৪৯ডগ স্কোয়াডের মাধ্যমে সিএনজিটি তল্লাশি শুরু করলেএকজন যাত্রীর সিটের নিচে,পায়ে ও হাতে ঘ্রাণ নিতে থাকে ডগ এবং সন্দেহজনক আচরণ প্রকাশ করে।পরে ওই যাত্রীর দুই পায়ের হাঁটুর নীচে অভিনব কায়দায় ফিটিং অবস্থায়৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *