চকরিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

bojropat
print news

 

কক্সবাজারের চকরিয়ায় পৃথক বজ্রপাতে তিন সন্তানের জননীসহ ২জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ও পৌরসভার পালাকাটা এলাকায় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান (৪২) ও চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলে নারীসহ ২জন নিহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম পাশ্ববর্তী বিল থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে একই সময়ে দক্ষিণ কাকারা গ্রামে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতের জমিতে কাজ করার সময় মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান ঘটনাস্থলে নিহত হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বজ্রপাতে দুই নারী-পুরুষ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় কাকারা ইউনিয়নে একজন ও পৌরসভার পালাকাটা গ্রামে এক নারী নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *