দুই তরুণ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

IMG 20230618 141048 scaled
print news

কক্সবাজারের দুই তরুণ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।

একই সমাবেশে ৭১ টেলিভিশনের প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ সাংবাদিকগণ।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক নির্যাতন, সাজানো মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ জুন) মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা কমিটির সভাপতি শহিদুলাহ্ মেম্বারের সভাপতিত্বে জাতীয় সাংবাদিক কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “তরুণ ও প্রতিভাবান সাংবাদিকদের গলা টিপে কলমের কালি শেষ করা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন অচিরেই বাতিল করুন, নয়তো সাংবাদিকতা বন্ধ করুন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রীয় ভাবে সাংবাদিকতাকে নিষিদ্ধ করুন। দালালী আর সাংবাদিকতা দুটোই এক সাথে চলে না। হয় দালালী ছাড়ুন, নয়তো সাংবাদিকতা। নুরাহ ফাতেহ’র মতো রোহিঙ্গা নারীর পক্ষ নিয়ে যারা কথা বলছে তাঁরাই ঐ নারীর কাস্টমার। তাঁদের কাছে শুধু সাংবাদিক না, এই জাতীর কেউ নিরাপদ না।”

তাঁরা বলেন, “কিছু মুখোশধারী স্বার্থান্বেষী মহল নুরাদের পক্ষ নিয়ে সাংবাদিকদের মামলায় সহায়তা করে হয়রানি করছে। বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা ও কক্সবাজারের সাংবাদিক মহিউদ্দিন মাহী ও মুহিবুল্লাহ্ মুহিবের বিরুদ্ধে মিথ্যা মালায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দ্রত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে কোন দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসীরা জাতির দর্পন সাংবাদিকদের উপর  হামলা করার সাহস না করে।”

এসময় বক্তব্য রাখেন সদর প্রেসক্লাব এর সভাপতি মাহবুব আলম মাবু, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ সাধারণ সম্পাদক রাশেদ, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র অর্থ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র মিডিয়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আরফাত, সিনিয়র সদস্য মতিউল ইসলাম মতি, আর জে এফ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গণকন্ঠ পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি এম এ হাসান, সিবি টোয়েন্টিফোর এর বার্তা সম্পাদক তারেক হায়দার ও দৈনিক সাগর দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম, সদর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবসার কামাল, রায়হান খান রাহাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *