ফ্রান্সের প্রেসিডেন্ট ১৭ সেকেন্ডে খেলেন এক বোতল বিয়ার

resize 350x300x1x0 image 368725 1687250515
print news

তিনি প্রেসিডেন্ট, তার সমালোচনা করার মত মানুষের অভাব নেই। তবুও তিনি এমন এমন কাজ করেন যা তাকে সমালোচনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দিত্বীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে তিনি ইসলাম সম্পর্ক বেশ আপত্তিকর মন্তব্য করে বিশ্ব মুসলিদের তোপের মুখে পড়েন।

আবারও কড়া সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করেন মাঁখো। আর এতেই তোপের মুখে পড়েছেন তিনি।

খবরে বলা হয়েছে, প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে গত শনিবার ফাইনাল ম্যাচটি হয়। এতে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। সেখানে ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন মাঁখো। এরপর ম্যাচ শেষ হলে তিনি চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন।

ফ্রান্সের বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদ্‌যাপনে অংশ নেন মাঁখো। সে সময় তাকে এক বোতল বিয়ার হাতে নিতে দেখা যায়।

এরপর ৪৫ বছর বয়সী মাঁখো তা মাত্র ১৭ সেকেন্ডে সাবাড় করেন। ক্যামেরার সামনে এভাবে বিয়ার পান করায় তার সমালোচনা চলছে।

এরপর ৪৫ বছর বয়সী মাঁখো তা মাত্র ১৭ সেকেন্ডে সাবাড় করেন। ক্যামেরার সামনে এভাবে বিয়ার পান করায় তার সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *