জেলা আ. লীগের শীর্ষ নেতাদের ছাড়াই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নতুন মেয়র মাবুর, নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

Picsart 23 06 20 17 17 02 522
print news

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে জিতাতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। ১২ জুন সেই পরিশ্রমের ফসল হিসেবে নির্বাচিতও হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। তবে মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচনের সময় বলছিলেন নির্বাচিত হলে তিনি জেলা আওয়ী লীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়েই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করবেন। তবে মঙ্গলবার সকালে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সাথে জেলা আওয়ামী লীগের শীর্ষ কোন নেতাকে দেখা যায়নি। সেখানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য রাশেদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, বেন্টু দাশ, ফাঞ্জু।
প্রধানমন্ত্রীর সাথে নববির্নাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর স্বাক্ষাতের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই মিশ্র প্রতিক্রি করেন। তরুন আওয়ামীলীগ নেতা ও সিনিয়র সাংবাদিক রাসেল চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক ছাড়াই প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত পৌর মেয়রের সাক্ষাত! নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া।
তিনি মনে করেন, জেলা পর্যায়ের সর্বোচ্চ নেতা এই স্বাক্ষাতকারে নেই এটি দেখে মনে কষ্ট লেগেছে। তাই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভাব প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *