এবারও কক্সবাজার পৌরসভার কোরবানির পশুর হাট বসছে শহরের রুমালিয়ারছড়ার চৌধুরী ভবনের সামনের খুরুশকূল রোডে। দশমবারের মতো এইবার এই স্থানে পৌরসভার অস্থায়ী কোরবানীর হাট বসছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভার কোরবানির পশুর হাটের এইবারের ইজারাদার শেখ ফরহাদ। আজ শনিবার থেকে শুরু হওয়া এই হাট কোরবানির দিন সকাল পর্যন্ত চলবে।
দিন রাত ২৪ ঘন্টা এই পশুর হাট চলবে। প্রতিবারের মতো এইবারও সিসি ক্যামরা দ্বারা এই কোরবানির হাট মনিটরিং করা হবে। এছাড়াও পশু বিক্রেতা ও ক্রেতার নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ইজারাদার শেখ ফরহাদ।