মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন, নিহত ১

fire5 20230628024315
print news

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনে লাগা আগুনে একজন মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন লাগে ওই ভবনে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *