শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদী
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার (২৮ জুন) এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদুল আজহা সবার মধ্যে ত্যাগ, প্রীতি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের অনুস্মারক হিসেবে কাজ করে। দু’দেরশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয়পক্ষের মানুষের আত্মত্যাগে নির্মিত হয়েছে।
ঈদুল আজহার এ উৎসব দু’দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।