মাদক সাম্রাজ্যের বেশ পরিচিতমুখ ‘ইয়াবা সুন্দরী’ খ্যাত কক্সবাজার সদরের খরুলিয়ার সেই কহিনুর আক্তার নামের নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত কহিনুর আক্তার রামু উপজেলার কলঘর গ্রামের মাদক কারবারি নুরুর স্ত্রী। বুধবার (১৯ জুলাই) দুপুরে সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার দুপুর ১ টার দিকে র্যাব-১৫ এর একটি দল খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় কহিনুর আক্তারকে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
‘ইয়াবা সুন্দরী’ হিসেবে পরিচিত কহিনুর আক্তার দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন। উদ্ধার করা ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।