ট্রাকে ছিল ৪৮ হাজার ইয়াবা, চালক ও হেলপারের যাবাজ্জীবন

দুই বছর আগে ৪৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক ট্রাক চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ট্রাক চালক মাসুম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার; মাসুমের সহকারী মো. আলম হোসেনের বাড়িও একই এলাকায়।

পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাসুম মিয়া ও আলম হোসেন দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে পিপি সাইমুল জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস রাস্তার মোড়ে পটিয়া বাস টার্মিনাল এলাকায় চেকপোস্টে পুলিশ তল্লাশি চালায়।

ওই তল্লাশিতে একটি ট্রাকের কেবিনের সিলিংয়ে লুকিয়ে রাখা ২৪টি প্যাকেট থেকে মোট ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় ট্রাক চালক মাসুম ও তার সহকারী হোসনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন এসআই সঞ্জয় কুমার ঘোষ।

মামলার বিচার শেষে মঙ্গলবার আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।

Leave A Reply

Your email address will not be published.