অপহরণের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

fariha 2307281342
print news

কক্সবাজারের টেকনাফে অপহরণের একদিন পর শিশু ফারিহার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায়।

ফারিহা ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে, গতকাল সন্ধ্যায় হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়। ফারিহাকে ছাড়াতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতে আমার মোবাইলে ০১৮৪৬৪৫৫৫০৫ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছিল অপহরণকারীরা। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিলাম।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *