পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

13 20230803053934
print news

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালজান পাড়া গ্রামে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ জোয়ারের পানির ধাক্কায় ভেঙে যায়।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার।

এদিকে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবোর বান্দরবান নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী।

পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া গ্রামে সাগরে বাড়ন্ত জোয়ারের পানির তীব্রতায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। জরুরি মেরামত কাজের অংশ হিসেবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনকবলিত বেড়িবাঁধে মাটি ভরাট করার উদ্যোগ নেওয়া হবে।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে পেকুয়ার উপকূলীয় এলাকা রাজাখালীতে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধগুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুধবার সকালে সাগরের জোয়ারের বাড়ন্ত পানির তোড়ে রাজাখালীর লালজান এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের জন্য ত্রাণ সহায়তাও চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *