৪৯ কেজি নারীর পেটে ১৫ কেজি ওজনের টিউমার

om0dkg9 indore woman tumour
print news

ভারতের ইন্দোরের ডাক্তাররা অপারেশন করে এক নারীর পেট থেকে ১৫ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, ৪১ বছর বয়সী ওই নারী অষ্টার বাসিন্দা। পেটে ব্যথা নিয়ে তিনি শহরের ইনডেক্স হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার মাধ্যমে দেখা যায় তার পেটে একটি বিশাল টিউমার রয়েছে। পরে ডজনেরও বেশি ডাক্তার এবং সহায়তা কর্মীদের একটি দল দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার পরিচালনা করে ১৫ কেজির টিউমারটি অপসারণ করে।

ডাঃ অতুল ব্যাস বলেন, টিউমারটি বিশাল ছিল এবং খাবার খাওয়ার সময় এমনকি হাঁটাচলা করার সময় রোগীর জন্য অসুবিধার কারণ হয়ে দাড়িয়েছিল। যার ফলে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, অস্ত্রোপচারের সময় দলটিকে অত্যন্ত সতর্ক থাকতে হয়েছিল কারণ যে কোনও ভুল মারাত্মক হতে পারে। তবে ডাক্তাররা সঠিকভাবেই কাজটি সম্পন্ন করে।

ডাক্তাররা জানিয়েছেন, মহিলার ওজন ছিল ৪৯ কেজি এবং তার ভিতরের টিউমারটি ১৫ কেজি ওজনের। এতে তার পেট ফুলে যায়। জলদি অপারেশন করা না হলে টিউমারটি ফেটে যেতে পারত। তবে সে এখন বিপদমুক্ত।

হাসপাতালের চেয়ারম্যান সুরেশসিংহ ভাদৌরিয়া এবং ভাইস চেয়ারম্যান মায়াঙ্করাজ সিং ভাদৌরিয়া চিকিৎসকদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *