সিবিটুয়েন্টিফোর নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মোহাম্মদ মামুন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইজিবাইকের চালক। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। পরে রাতে করা মামলায় তাঁকে পুলিশ গ্রেপ্তার দেখায়।
শিশুটির মা বলেন, গত ২৮ জুন বিকেলে মাঠের পাশে একটি শৌচাগারে নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেন মামুন। বাড়ি এসে মেয়ে কিছু বলতে পারেনি।
গতকাল সকালে মামুনকে দেখে মেয়ে কেঁদে দেয়। কান্নার কারণ জানতে চাইলে সে তখন আগের ঘটনার কথা জানায়। স্থানীয় লোকজন মামুনকে আটক করলে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পেকুয়া থানা-পুলিশ গিয়ে মামুনকে জিজ্ঞাসাবাদ করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার আসামিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূত্র: প্রথম আলো