চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

motorcycle bg 20230816081549
print news

সিবিটুয়েন্টিফোর নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রিদুয়ান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ফাসিয়াখালী ইউনিয়নের স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং বদুরছড়ি এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কক্সবাজার থেকে আসা একটি ট্রাক চকরিয়ামুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কায় লেগে এর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক চালক পলাতক রয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *