বিএনপি এখনও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

samakal 64de187aaa5ee
print news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন সব অপশক্তি বিএনপি’র নেতৃত্বে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করবে। বিএনপি এখনও চেষ্টা করছে শেখ হাসিনাকে হত্যা করতে।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে তার প্রমাণ দৃশ্যমান। মির্জা ফখরুল যখন বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে… চক্ষু লজ্জা যাদের নেই তারা এমন মন্তব্য করতে পারে।

বিএনপি কি ভুলে গেছে ১৫ আগস্টের কথা। রক্তের স্রোতে ভেসে গেছে বঙ্গবন্ধু পরিবারের সবাই। সেদিনের সে রক্তের দাগ বিএনপির হাতে আজও আছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আদালতের রায়েই খালেদা-তারেক শাস্তি ভোগ করছে এখানে আমাদের কোনো হাত নেই। যাদের রাজপথে থেকে রাজনীতি করার সৎ সাহস নেই তাদেরকে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক জিয়া বলছে শেখ হাসিনাকে হটানোর জন্য টাকার অভাব হবে না, এই টাকার উৎস কোথায়?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মির্জা ফখরুলের ভাব দেখলে মনে হয় ফখরুল ছাড়া আর কোনো রাজনৈতিক নেতা জেল খাটেননি। প্রতিদিনই তাদের এক কথা এক দফা।’

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীতে একটি দেশেই তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সে দেশ পাকিস্তান। তত্বাবধায়ক চাইলে, দলবল নিয়ে ফখরুল সাহেব পাকিস্তানে চলে যান।’

কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ভুত মাথা থেকে নামিয়ে নির্বাচনের পথে আসুন না হয় বিএনপি-র আম-ছালা সব যাবে। আল্লাহ যাকে রাখে তাকে কেউ সরাতে পারে না, শেখ হাসিনার উপর আল্লাহর রহমত রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *