সেতুর রেলিং থেকে খালের পানিতে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

prothomalo bangla 2023 09 819215bb 1d46 46c4 b6c8 b0fbc2b09cae COXS BAZAR DH0498 20230901 20230901 110126 JPG
print news

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সেতুর রেলিং থেকে পড়ে কামরুজ্জামান কাইয়ুম (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোয়াইক্যং বাজারপাড়ার বাসিন্দা আবদুল হক ওরফে বোবার ছেলে ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণে পাশের খালের সেতুতে এই ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাজারের দক্ষিণ পাশের খালের ওপর সেতুর রেলিং বসে দুই-তিনজন আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কামরুজ্জামান কাইয়ুম সেতুর নিচে পানিতে পড়ে যান। তাৎক্ষণিক টর্চলাইট দিয়ে সেতুর নিচে খোঁজাখুঁজি করলেও অতিরিক্ত জোয়ার ও স্রোতের কারণে তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুই থেকে তিন ঘণ্টা ধরে তল্লাশি করে সেতুর নিচ থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করেন। পরে থানা-পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়েছে। খালের পানি গভীর হওয়ায় কামরুজ্জামান উঠে আসতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *