তিন বনপ্রহরী অপহরণ, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

IMG 20230902 WA0017 956e3e9fd3ad0df62b24f213d2ca5dbe
print news

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ বন বিভাগের পাহারা দলের তিন সদস্যকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃৃত্তরা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ফোনে ওই তিন জনের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

এর আগে, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ৩ জন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় নিখোঁজ হন।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী।

ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। সকালে ফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃত তিনজন হলেন—হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

টেকনাফ বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বন থেকে আমাদের পাহারাদার তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিনের একটা সময়ের পর থেকে তাদের খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছে পাহাড়ি দুর্বৃত্তরা ওই তিন বনকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তায় পাহাড়ে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু পাওয়া যায়নি। এখন মুক্তিপণ দাবি করা হচ্ছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীদের উদ্ধারের পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *