রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে ইয়াবার যাত্রা ‘প্রিমিও কারে’
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রামে আসছিলেন মো. আয়াত উল্ল্যা ওরফে জনি (৩৮)। পুরো পথ নির্বিঘ্নে এলেও বিপত্তি ঘটে চট্টগ্রাম নগরের ফিরিংগি বাজার এলাকায় পৌঁছালে। এসময় তার প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালালে সিটের পাশে থাকা একটি ব্যাগে মিলে ইয়াবা। যা তিনি সুদূর কক্সবাজার থেকে ‘প্রিমিও কারে’ করে চট্টগ্রামে আনছিলেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফিরিংগি বাজার এলাকায় পৌঁছালে সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান সিভয়েসকে বলেন, ‘শুক্রবার বিকেলে ২৫ হাজার ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারে (চট্রো মেট্রো: ১১-৪৩৪৫) তিনি একাই ছিলেন। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নিজেকে গাড়ির মালিক দাবি করেছেন। আমরা যাচাই-বাছাই করে দেখছি।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর আজ শনিবার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’