বাবা-মা ঝগড়া করায় ২ বোনের আত্মহত্যা

images 2023 09 04T170922.784
print news

বাবা-মায়ের ঝগড়ার জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দুই বোন। গতকাল রোববার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

দুই তরুণীর নাম কাশিস (২০) ও মুন্নি (১৮)। তাঁরা উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুরানপুর থানার বাসিন্দা ছিলেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই দুই তরুণীর বাড়িতে প্রায়ই তাদের বাবা-মায়ের ঝগড়া হতো। বারবার ঝগড়ার কারণে বেশ অসন্তুষ্ট ছিল দুই বোন।

পুরানপুর থানার পুলিশ কর্মকর্তা অলোক সিং বলেন , রোববারও ওই দুই মেয়ের বাবা-মায়ের ঝগড়া হয়। এতে বিরক্ত হয়ে একসময় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বিষ খাওয়ার পর দুই বোনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুই বোনের মরদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *