কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি, আটক ২

IMG 20230911 232923
print news

কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার আদালত এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

আটক স্ট্যাম্প ভেন্ডার মালেক ও প্রকাশ সুকুমার প্রকাশ ভেন্ডারের কর্মচারী। তারা শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: শাহজাহান নূরী জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও মুহাম্মদ এহসানুল ইসলাম অভিযান চালিয়ে উপরোক্ত দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে দুইটাকা, পাঁচ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা বলে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *