দৌড় দিতে গিয়ে বৃদ্ধা লাশ, বাস ফেলে পালাল পূরবীর চালক-হেলপার

images 7 4
print news

চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে এা বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও হেলপার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হওয়া সময় কক্সবাজারগামী পূরবী যাত্রীবাহী বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন মাবিয়া। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মারা যান তিনি।

যোগাযোগ করা হলে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র (এসআই) বলেন, দৌড়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ বাসের ধাক্কায় আহত এক বৃদ্ধাকে চমেক হাসপাতালে নেওয়া হলে মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *