কক্সবাজারের মহীয়সী নারী প্রয়াত দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা ইসলাম আর নেই। শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ২ কন্যা, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলা পরিষদ সদস্য ও উখিয়ার হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ জাহান কাজল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও দৈনিক কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফাতেমা জাহান উজ্জল, ক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নজীবুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম সজীবের মাতা তিনি।
এই মহিয়সী নারীর মৃত্যুতে টিটিএন পরিবার গভীরভাবে শোকাহত।