জন্মদিনে কেক, পাঞ্জাবি উপহার পেলেন হিরো আলম

alom 20231022205029 01
print news

আজ (২২ অক্টোবর) দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের জন্মদিন। নিজের জীবনের বিশেষ এই দিনে রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে তাকে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের পক্ষ থেকে কেক, পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবি প্রধান হারুন স্যার আমাকে ডেকেছিলেন। জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কেটেছেন। আমাকে মিষ্টিও খাইয়েছেন।’

এসময় ডিবি প্রধান হারুনের কাছ থেকে পাঞ্জাবি উপহার পেয়েছেন আলম। সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, কনটেন্ট তৈরির পাশাপাশি নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত হিরো আলম। পাশাপাশি বিগত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনেও অংশ নেন তিনি। যেগুলো ঘিরে প্রতিবারই কোনো না কোনো আলোচনার সৃষ্টি করেছেন। সবশেষ ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও অংশ নিতে দেখা গেছে তাকে।

এছাড়া গান, বিতর্কিত মন্তব্যসহ বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন এই কনটেন্ট ক্রিয়েটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *