কক্সবাজারে বোট মাঝিদের প্রশিক্ষণ ও লাইফ জ্যাকেট বিতরণ

received 1549615248912938
print news

কক্সবাজারে ২২ অক্টোবর ৬০ জন মৎস্যজীবী বোট মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। রবিবার জেলা মৎস্য কর্মকর্তা জনাব বদরুজ্জামান মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ করেন। এর আগে লাইফ জ্যাকেট গ্রহণকারীদের চলতি মাসের ১৪-১৫ ও ২১-২২ তারিখে দুইটি ব্যাচে “সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলন” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে সদর উপজেলার এডিবি মৎস্য হ্যাচারীতে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা জনাব বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তারাপদ চৌহান, উপেজলা সম্প্রসারণ কর্মকর্তা (চিংড়ি) জনাব এনায়েত উল্যাহ, ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী মুহাম্মদ আরিফুর রহমান, গবেষণা সহকারী ইলিয়াস ইবনে কবীর ও ফাহমিদা সুলতানা প্রশিক্ষণ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *