বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, হরতালের প্রতিবাদে কক্সবাজারে আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিলের কর্মসূচি

images 27
print news

বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে কক্সবাজারে শান্তি সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষনা করেছে বাংলােদশ আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ (২৯ অক্টোবর) রোববার সকাল থেকে কক্সবাজার শহরের দলীয় কার্যালয়ে গণজমায়েত দিয়েছে জেলা আওয়ামী লীগ।

এতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ, ওলামা লীগ ও সৈনিক লীগসহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

জেলা আওয়ামী লীগের পাঠানো বিবৃতিতে প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউনিয়নগুলোকে সাথে নিয়ে অনুরূপ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *