সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আমেরিকান সংস্থা “bill cook Foundation”এর আর্থিক সহযোগিতায় ইয়াসিদ একটি শিক্ষা প্রকল্প হাতে নেয়। উক্ত প্রকল্পের মাধ্যমে আর্থিক কারনে ঝরে পড়া সম্ভাব্য ৫০ শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার দায়িত্ব নিবে ইয়াসিদ । আজ ২ নভেম্বর প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার ছনখোলা মডেল হাই স্কুলের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগীতা প্রধান করে ইয়াসিদ । কক্সবাজারের দুই উপজেলার নির্দিষ্ট স্কুলের শিক্ষার্থীরা এই সুযোগ পাবে।
প্রাথমিকে শতভাগ শিশু ভর্তি হলেও মাধ্যমিযে ভর্তি হওয়ার আগেই কিছু সংখ্যক ছাত্রছাত্রী ঝরে যায়। আবার মাধ্যমিকে অধ্যয়নকালীন সময়ও অনেকে লেখাপড়া থেকে ঝরে যায় নানান কারণে। শিক্ষার্থী ঝরে পড়ার পিছনে রয়েছে নানাবিধ কারণ তার মধ্যে প্রধান হলো পারিবারিক অস্বচ্ছলতা, অভিভাবকের অসচেতনতা। বিশেষ করে করোনা মহামারি পর থেকে দারিদ্র্য সীমার নিচে বাস করা পরিবারগুলো হাল টানতে হিমশিম খাচ্ছে।
জরিপ করে যেসব শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন তাদের তালিকাভুক্ত করা হয় এবং সমস্যার ধরণের উপর ভিত্তি করে অর্থ এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এতিম শিশু, অর্থাভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় এসেছে। আবার দেখা যাচ্ছে এই সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী শিশুশ্রম, বাল্যবিবাহ ইত্যাদির শিকার হচ্ছে।এসব সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইয়াসিদের এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া।
ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ বলেন “আমি মনে করি, যদি ঝরে পড়া রোধ করতে হয় তাহলে গরীব, আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারগুলোকে চিহ্নিত করে তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা শেষে তাদের কর্মের ব্যবস্থা নিশ্চিত করতে কারিগরী শিক্ষায় পারদর্শী করতে হবে এবং আমাদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে।”